Posto: Social Media Posting with Multi-Step Approval

Posto হলো একটি স্মার্ট সোশ্যাল মিডিয়া পোস্টিং সিস্টেম, যেখানে কনটেন্ট তৈরি থেকে পোস্ট লাইভ হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ মাল্টি-স্টেপ অ্যাপ্রুভালের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এক কথায়, টিমওয়ার্ক + কনটেন্ট কোয়ালিটি + সিকিউরিটি—সবকিছু এক প্ল্যাটফর্মে। কীভাবে কাজ করে? কনটেন্ট ক্রিয়েটর পোস্ট ড্রাফ্ট তৈরি করে Posto সেই ড্রাফ্ট রিভিউয়ারের কাছে পাঠায় রিভিউয়ার ফিডব্যাক দেয় বা এডিট সাজেস্ট করে ফাইনাল অ্যাপ্রুভার অনুমোদন দিলে পোস্ট শিডিউল হয় নির্ধারিত সময় অনুযায়ী Facebook/Instagram/LinkedIn–এ পোস্ট চলে যায়
.png)